পুলিশের হুকুমে জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
- আপডেট সময় : ০৮:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
- / ৭০
নওগাঁ সংবাদদাতা
নওগাঁর মান্দায় ব্যক্তি মালিকানার ভোগদখলীয় জমি জবরদখল করে বসতঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গণেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামে জবরদখলের এ ঘটনায় মান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আবুল হোসেন।
তিনি জানান, শ্রীরামপুর মৌজায় পৈত্রিক সূত্রে সাড়ে ৬ শতক জমির মালিকানা লাভ করেন। তার অভিযোগ, নওগাঁ আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও স্থানীয় পাতি নেতাসহ মান্দা থানার উপ-পরিদর্শক খলিলুর রহমানের হুকুমে ফরেজ হোসেনের ছেলে অকিম উদ্দিন পাকা ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।
এদিকে অভিযুক্ত অকিম উদ্দিন বলেন, ‘পৈতৃক সূত্রে জমির মালিক আমি। মান্দা থানার উপ-পরিদর্শক খলিলুর রহমান ও গ্রাম্য চৌকিদারসহ এলাকার কিছু মাতব্বরের হুকুমে এই জমিতে ঘর নির্মাণ করছি।’ এই বলে এড়িয়ে যান তিনি।
মান্দা থানার উপ-পরিদর্শক খলিল হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল প্রায় সাতবারের মতো পরিদর্শন করা হয়েছে। যেহেতু ওই জমির মামলা আদালতে চলমান, ঘর নির্মাণের জন্য কাউকেই নির্দেশ বা হুকুম দেওয়া হয়নি। এটা খুব দুঃখজনক বিষয়।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ জানান, এ বিষয়টি আমি অবগত না। জানলাম এই মুহূর্তে, পুলিশ পাঠিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার রাশিদুল হকের সাথে কথা হলে তিনি জানান, জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলমান থাকলে পুলিশের কোন কিছু করার থাকে না। একমাত্র আদালত এর রায় দিতে পারেন। এ বিষয়ে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।