তারাকান্দায় ইউনিয়ন পর্য়ায়ে বিএনপি’র অবস্থান কর্মসূচি
- আপডেট সময় : ০৮:১৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ৬৭
তারাকানাদা প্রতিনিধি:
ময়মসিংহের তারাকান্দায় ১০ ইউনিয়ন পর্যায়ে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যুত,গ্যাসসহ দ্রব্যমূল্যের লাগামহীন উধ্বগতি আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারাকান্দা উপজেলার ১০ ইউনিয়ন বিএনপির অবস্থান কর্মসূচি পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বানিহানা ইউনিয়ন বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহবায়ক ও তারাকান্দা উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
তিনি বক্তব্যে বলেন,সরকার বিশ্ব বাজারে উর্ধগতির মিথ্যা তথ্য দিয়ে নিজেদের দুর্নীতি,লুটপাট,ব্যর্থতা আড়াল করতে আবারও সারের মূল্য বৃদ্ধি করে কৃষকের মাথায় বাডি মেড়েছে।
তিনি আরও বলেন,বার বার সার, বিদ্যুৎ, গ্যাস,জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি করে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যর লাগামহীন করায় জনজীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে।
তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছালাম তালুকদারের সভাপতিত্ব ও উপজেলা বিএনপির নেতা রাকিব তালুকদারের সঞ্চালানায় আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ,তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, মৎস্য জীবীদলের সদস্য সচিব শাকিব খান,শ্রমিকদলের যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন মেম্বার ও ইউনিয়ন যুবদলল সভাপতি রায়হান ও উপজেলা জাসাস সদস্য সচিব আজিজুল হক ফাহিম প্রমূখ।
এ সময় দোকানদার ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।