রানা সেরনিয়াবাত:
পটুয়াখালীর বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ সানাউল্লাহ চৌকিদার (২০) নামের এক যুবকের উপর লোহার অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে আতর্কিত হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের বাসিন্দা প্রতিপক্ষ মোঃ আমির হোসেন চৌকিদার (৪০),মোঃ আব্দুর রব চৌকিদার (৫০), মোসাঃ নিলুফা বেগম (৩৬) সহ আরো ৩/৪ জনের বিরুদ্ধে।
গত মঙ্গলবার (১১ই এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আনারশিয়া গ্রামের চৌকিদার নামক বাড়ির উঠানের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।আহত ওই যুবক বর্তমানে গুরুতর জখম অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।আহত ওই যুবক কাছিপাড়া ইউনিয়নের আনারশিয়া গ্রামের মৃত আব্দুল মোতালেব চৌকিদার এর ছেলে।ভুক্তভোগী সানাউল্লাহ চৌকিদার এর মা মোসাঃ রেহেনা বেগম (৪৫) বাদী হয়ে বাউফল থানায় আইনের সহায়তা চেয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগীর মা রেহেনা বেগম সাংবাদিকদের বলেন, গত মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আমার পালিত হাঁস-মুরগির মধ্যে একটা মুরগি হঠাৎ অভিযুক্ত আমির হোসেন চৌকিদার এর ঘরে গেলে তিনি (আমির হোসেন) মুরগিটির একটি পা লাঠি দিয়ে আঘাত করে ভেঙে দেয়। আমার ছেলে সানাউল্লাহ মুরগিটি তার বাসায় আনিতে গেলে আমির হোসেন আমার ছেলে সানাউল্লাহকে অখ্যাত ভাষায় গালিগালাজ করে। এতে আমার ছেলে প্রতিবাদ করতে গেলে একপর্যায়ে আমির হোসেন আমার ছেলে সানাউল্লাহকে গায়ে হাত তোলাসহ বিভিন্ন ভাবে অখ্যাত ভাষায় গালিগালাজ করতে থাকে এবং আমাদের দুপক্ষের মধ্যে তা-নিয়ে ব্যপক বাগবিতণ্ডা ঝগড়াঝাটির সৃষ্টি হয়। পরে আমার ছেলেকে নিয়ে আমি বাসায় চলে আসলে আমার ছেলের হাতে থাকা ঘড়িটি ঝগড়ার সময় পরে যায় এবং ঘড়িটা আনিতে গেলে পরিকল্পিত ভাবে আমির হোসেন চৌকিদার ও তার বড় ভাই আব্দুর রব চৌকিদার সহ ৩-৪ মিলে সানাউল্লাহ এর উপর লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে মাথা লক্ষ করে আতর্কিত হামলা চালায় এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক নীলা ফুল জখম হয়। এতে ঘটনাস্থলেই সানাউল্লাহ মাটিতে লুটিয়ে পরে এবং তার ডাক-চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়োয়া হয়।পরে সানাউল্লাহকে রক্তাক্ত জখম অবস্থায় স্বজনরা দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
যানা গেছে,ভুক্তভোগী ও অভিযুক্ত একই বাড়ির বাসিন্দা এবং আত্মীয়।তবে, অভিযুক্ত আমির হোসেন চৌকিদার ও তার বড় ভাই আব্দুর রব চৌকিদার কোন আইনকানুন তোয়াক্কা করে না।যে কোন ক্ষুদ্র বিষয় নিয়ে তাঁরা বড় ধরনের ঘটনা ঘটায়।এর আগেও কয়এবার মৃত আব্দুল মোতালেব চৌকিদার এর পরিবারের উপর বিভিন্ন ভাবে মারধর সহ গাছপালা কেটে দেয়। স্থানীয় ভাবে একাধিকবার শালিসি হলে পরে এরূপ ঘটনা ঘটাতেই থাকে।এবং একাধিকবার জরিমানাও দিয়েছে।
এ বিষয় অভিযুক্ত আমির হোসেন চৌকিদারকে তার ব্যবহিত মোবাইল নম্বরে ফোন দিলে তিনি দূরে আছেন বলে ফোন কেটে রেখে দেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম আরিচুল হক বলেন,মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না