নওগাঁ সংবাদদাতা
নওগাঁ জেলা জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলা হল রুমে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এই কর্মী সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, নুরুল ইসলাম তালুকদার (এমপি), জহিরুল ইসলাম জহিরসহ বিভাগীয় নেতাকর্মীরা।
সম্মেলনে বক্তারা বলেন, সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করেছে জাতীয় পার্টি। দেশের শিংহভাগ উন্নয়ন জাতীয় পার্টির হাত ধরে হয়েছে। ফলে সামনের দিনে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে হবে।
সম্মেলনের আগে জেলা সার্কিট হাউজ থেকে একটি রালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না