গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রেলগেট এলাকার সামনে যাত্রীবাহী বাস হানিফ পরিবহন ও পুলিশের পিকাপের সংঘর্ষে ২ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) প্রেরণ করা হয়েছে। এছাড়াও অন্যান্য পুলিশ সদস্যদের গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) আনুমানিক রাত ২ টায় এই ঘটনাটি ঘটে বলে জানা যায়। আহতরা হলো- আব্দুল হালিম পাবনা ও মো. জিন্নাত আলী।
গোদাগাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আকবর আলী বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চাপাইনবাবগঞ্জগামী হানিফ বাসটি (ঢাকা মেট্রো ‘ব’ ১৫-৪৩৯৭) গোদাগাড়ীগামী পুলিশের পিকাপটিকে ধাক্কা দেয়। এতে পিকাপটি রোড থেকে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ২ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, ড্রাইভার-হেলপার পালিয়েছে। গাড়ী আটক করেছি। বিষয়টি খতিয়ে দেখে পুলিশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না