দর্শনায় স্বর্ণেরবারসহ আটক-১
- আপডেট সময় : ০৮:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / ৬১
মাহমুদ হাসান রনি:
চুয়াডাঙ্গার দর্শনায় কেরু চিনিকলের প্রধান ফটকের সামনে থেকে ৮ টি স্বর্ণেরবারসহ কুমিল্লক চাদপুর সদর থানার গুজরাগাটি গ্রামের আমির হোসেনের এর ছেলে সুলতান আলি (৪০)কে আটক করেছে। মহেষপুর ৫৮ বিজিবির সহকারি পরিচালক সাইফুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন খবর পেয়ে বিজিবির টহলদল দর্শনা বাসস্টান্ডে রশিক শাহ্ মাজারের কাছে অপেক্ষা করছিল।
এ বিজিবি কুমিল্রা চাদপুর সদর উপজেলার গুজরাগাটি গ্রামের আমির আলীর ছেলে সুলতান (৪০) পিছু নিলে সে পালানোর চেস্টা করে। পরে বিজিবি তাকে তাড়িয়ে কেরু চিনিকল প্রধান ফটকের সামনে থেকে আটক করে ও তার দেহ তল্লাশি করে ৮টি স্বর্ণেরবার উদ্ধার করে। যার বর্তমান বাজার মুল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা। মহেষপুর ব্যাটালিয়ন ৫৮-বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, এ ব্যাপারে দর্শনা থানায় মামলা হয়েছে এছাড়া মালামাল চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করা হয়েছে।