০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ছাঁই সাতটি দোকান ঘর
রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ৬২
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সাতটি দোকান ঘর। সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পারপখী বিট বাজারে এ আগুনের ঘটনা ঘটে। এলাকাবাসী ও ব্যাবসায়ীদের ধারনা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, গত রাতে আনুমানিক দুইটার দিকে আগুন লাগে এতে দুইটি মুদির দোকান ও দুইটি ওষুধের দোকান,একটি কাঁচামাল,ওয়েলডিং ও পান ও মুড়ির দোকান পুড়ে ছাই হয়ে গেছে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নিবার্হী অফিসার আবু তাহের মো.শামসুজ্জামান বলেন আগুনে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে সহযোগিতা করা হবে।