বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে দুই দিনব্যাপী কৃষি ঋণ মেলা শুরু হয়েছে। মঙ্গলবার, ১১ এপ্রিল সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। মেলার উদ্বোধনী দিনে প্রান্তিক কৃষকদের হাতে বিভিন্ন ব্যাংকের কৃষিঋণের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
পরে তিনি মেলার স্টলগুলো পরিদর্শন করেন। পরবর্তীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক লিমিটেড বাগেরহাট অঞ্চলের ডিজি এম মানস কুমার পালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক অমর কুমার দাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: শরিফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাগণ।
দু’দিন ব্যাপি এ কৃষিঋণ মেলায় ২২টি ব্যাংকের শাখা অংশগ্রহণ করছে। প্রথমদিন এ মেলায় ব্যাংক কর্মকর্তারা কৃষকদের কৃষি ঋণ বিষয়ে পরামর্শ দেন। আগামিকাল বুধবার ২য় দিনে স্টল মূল্যায়ন, কৃষিঋণ বিতরণ, পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে মেলা শেষ হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না