বান্দরবান প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলা সদরের মধ্যমপাড়ার ছেলে উসাইনু মার্মা । ২০১৩ সালে শেষ করেন কৃষি ডিপ্লোমা। কোর্স শেষে খুঁজেন চাকরি । কিন্তু অনেক প্রতিষ্ঠানে পরীক্ষা দিলেও হয়নি সরকারি কিংবা বেসরকারি চাকরি। তাই কোন উপায় না দেখে বান্দরবানের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে গবাদি পশু, হাঁস-মুরগির উপরে তিন মাসের প্রশিক্ষণ নেন। সেই প্রশিক্ষণ থেকে উদ্দীপ্ত হন উসাইনু। তখনই তার ভাবনায় আসে কৃষি। নেমে পড়েছিলেন কাজে। এতদিনের পরিশ্রমের সরকারি স্বীকৃতিও পেলেন ১ লা নভেম্বরে । জাতীয় যুব দিবসে। ওই দিন প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাতীয় যুব পুরস্কার-২২ বিজয়ী উসাইনুর হাতে পুরস্কার তুলে দেন।
বেকার থেকে সফল উদ্যোক্তা হওয়ার প্রসঙ্গ উঠতেই উসাইনু মার্মা বলেন, চাকরি পেছনে অনেক ছুঁটেছি। কিন্তু হয়নি। যুব উন্নয়ন থেকে নিয় প্রশিক্ষণ। এরপরেই মনোনিবেশ করি খামারে। কাজের প্রতি একনিষ্ঠতা, একগ্রতা থাকলে সফলতা আসবে। আর কৃষি খামার করতে আমার পরিবারের সদস্যরা আমার পাশে ছিল ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না