গজারিয়া প্রতিনিধি:
গজারিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫ জনকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত (১০ এপ্রিল) সোমবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি জি এম রাসেদুল ইসলাম। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারকগণ সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় মোট ৫ টি মামলায় ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
অর্থ দণ্ডপ্রাপ্তরা হলেন, ভিটিকান্দি গ্রামের মৃত আ: মতিনের ছেলে মো: ইব্রাহিম, ভবেরচর গ্রামের মোখলেছ খানের ছেলে মো: লিখন খান, ভবেরচর গ্রামের মাখন কর্মকারের ছেলে বাপ্পি কর্মকার, ভবেরচর এলাকার আবুল হোসেনের ছেলে শাখাওয়াত হোসেন, বাউশিয়া এলাকার আ: রব বেপারীর ছেলে মো: জানে আলম। এসময় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জি. এম. রাসেদুল ইসলাম বলেন, সোমবার দুপুরে উপজেলা শ্রীনগর এলাকায় অবস্থান নিয়ে সড়কে ওভার লোডিং, ড্রাইভিং লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ণ ফিটনেস সনদ ব্যবহার, রুট পারমিট ব্যতীত মোটরযান চালনার দায়ে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৫ জনকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না