দামুড়হুদা বিজিবির অভিযানে ডলারসহ গহনা উদ্ধার
- আপডেট সময় : ০৬:৩৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ৭১
মাহমুদ হাসান রনি:
চুয়াডাঙ্গার দামুড়হুদার দুটি সীমান্ত হতে বিজিবি পৃথক অভিযানে ইউ এস ডলার ও রুপার গহনা উদ্ধার করেছে। চুয়াডাঙ্গার দর্শনার বিজিবির টহল কমান্ডার সুবেদার এনামুল কবির জানায়, সোমবার ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টহলদল ফুলবাড়ি বিজিবি ক্যাম্পের পাশে মাঠে অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তি বিজিবি দেখে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ থেকে বিজিবি ২২ লাখ টাকার ১শ টাকার ২শ টি নোট উদ্ধার কর। এদিকে সুলতানপুর বিজিবির কমান্ডার হাবিলদার আব্দুল মান্নানের নেতৃত্বে সঙ্গীয় বিজিবির একটি টহল দল রবিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় ঝাঝাডাঙ্গার একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি ৪শ ৮৫ গ্রাম রুপা উদ্ধার করেছে। যার বাজার মুল্য সাড়ে ৯ লাখ টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন৬- বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোঃ জাহিদুর রহমান জানান উদ্ধারকৃত মালামাল চুযাডাঙ্গা ট্রেজারিতে জমা দিয়ে দর্শনা থানায় পৃথক পৃথক মামলা করা হয়েছে।