মোঃ শাহাদাত হোসেন:
রাজশাহীতে জালনোটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন(র্যাব)। এসময় তাদের কাছ থেকে এক লক্ষ এক হাজার পাঁচশো টাকার জাল নোট, দুইটি মোবাইল ফোন, ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।
গতকাল (রবিবার) বিকেলে আনুমানিক বিকেল তিনটার দিকে রাজশাহীর বাগমারা ভবানীগঞ্জ বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে সন্ধ্যায় র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াদ শাহরিয়ারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, রাজশাহী বাগমারা উপজেলার গোয়ালপাড়া আফজাল হোসেনের ছেলে ইমাম হাসান ও সূর্য পাড়ার দক্ষিণপাড়ার সাইফুল হোসেনের ছেলে সিহাব ইসলাম।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারের আলুপট্টির ভেতর কতিপয় ব্যক্তি জাল নোটসহ অবস্থান করছে। খবর পেয়ে র্যাব এর ওই টিম
ভবানীগঞ্জ বাজারের আলুপট্টির ভেতর পৌঁছামাত্রই র্যাব উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে।এসময় এক লক্ষ এক হাজার পাঁচশো টাকার জালনোট উদ্ধারসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে।এসময় বাগমারা থানার আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না