প্রেস বিজ্ঞপ্তি:
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা পল্লীমাতা বেগম রওশন এরশাদ বলেছেন, সকল কলকারখানা ও গার্মেন্টস ফ্যাক্টরী মালিকদের অবিলম্বে শ্রমিক কর্মচারীদের সকল বকেয়া বেতন ও ঈদের বোনাস প্রদান করা হোক। ১০ এপ্রিল সোমবার গুলশানস্থ দলীয় কার্যালয়ে বেলা ১২ টায় সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান কালে একথা বলেছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মাননীয় বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব ও জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি সদস্য সচিব গোলাম মসীহ্।
প্রেস বিজ্ঞপ্তিতে বিরোধী দলীয় নেতা আরো বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অবিলম্বে জনসাধারনের ক্রয়-ক্ষমতা সহনশীল পর্যায়ে আনতে হবে। তিনি আরও বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদ উদযাপন করতে ঘরে ফিরতে শুরু করেছে সাধারন মানুষ। তারা যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে. সে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
অধ্যাপক দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক-এস. এম. আলম, সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন, সাবেক এমপি জিয়াউল হক মৃধা, কাজী মামুনুর রশীদ, রফিকুল হক হাফিজ, ফখরুল ইসলাম জাহাঙ্গীর, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সাবেক এমপি নূরুল ইসলাম মিলন, নূরুল ইসলাম নুরু, খন্দকার মনিরুজ্জামান টিটু, মহানগর উত্তর আহবায়ক জহির উদ্দিন (জহির), দক্ষিণের আহবায়ক- হাজী নূরু ও মোহাম্মদ ইস্রাফিল মিয়া। সম্মেলন প্রস্তুতির কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, যে সকল জেলা গুলোতে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে, অবিলম্বে সেসব জেলার উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড গুলো পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ও মহানগর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। যে সকল জেলা ও মহানগর কমিটি বাকী আছে সেগুলো দ্রুত গতিতে আগামী একমাসের মধ্যে কমিটি গঠন সম্পন্ন করতে হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না