মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিত সিংহ এর সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাশ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর নূর, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সূচনা কর্মসূচির পক্ষ থেকে নিউট্রিশন অফিসার মো. ওসমান গনি সিদ্দিকী, উপজেলা সমন্বয়কারী মোবারক হোসেন, ইউনিয়ন কো-অর্ডিনেটর মােঃ নিজাম উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা পুষ্টির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এছাড়া পুষ্টি সংক্রান্ত প্রতিটি বিভাগের অগ্রগতি তুলে ধরেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না