রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
নেত্রকোনার জেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার আনুমানিক রাত ১০টার দিকে নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে (এসআই) ফাহাদ, (এসআই) আশরাফ ও চৌকস পুলিশ ফোর্সের সমন্বয়ে একটি টীম হোসেনপুরস্থ আন্তঃজেলা বাস টার্মিনালে শাহজালাল বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যাবসায়ীকে আটক করে। আটককৃত আসামির পরিচয়: নাম: কামরুল হাসান, পিতা- অফিজ উদ্দিন, সাং- মনকাশাইর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে প্যাকেটে মোড়ানো মোট ১২ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামি জানায়, সে মৌলভীবাজারের শায়েস্তাগঞ্জ থেকে গাঁজা নিয়ে নেত্রকোনা হয়ে ঢাকা হয়ে মাদারীপুর যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ রক্ষা না হওয়ায় তাদেরকে পুলিশ আটক করে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, মাদক মুক্ত সমাজ বিনির্মাণে মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা (তবৎড় ঞড়ষবৎধহপব) অবলম্বনে নেত্রকোনা জেলা পুলিশ, বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় জেলার পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদ মহোদয়ের দিক নির্দেশনায়, আজ জেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না