০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫

ভূমি সচিবের সাথে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ময়মনসিংহের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
  • / ৮১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার:

ভূমি সেবার মান বাড়াতে ভূমি অফিস সংশ্লিষ্টদের আন্তরিক থাকার আহবান জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান।
সেবা প্রদান ও সেবা গ্রহণে অস্বস্তিকর বিষয় হচ্ছে দুর্নীতি উল্লেখ করে তিনি বলেন, “ভূমি সেবা প্রদানকারী ও সেবা গ্রহীতার মধ্যে সেতু বন্ধন তৈরিতে সংশ্লিষ্টদের আন্তরিক থাকতে হবে।
রবিবার (৯মার্চ) দুপুরে ভূমি সচিব মোঃ খলিলুর রহমান স্যারের সাথে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলার সভাপতি ইকতিয়ার উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলার যুগ্ম সাধারন সম্পাদক মাজহারুল হক ভূঁইয়া,সাবেক সাধারণ সম্পাদক এ এস এম সারওয়ার- ই- কামাল এবং সকলের অতি ঘনিষ্ঠ আব্দুল করিম। মতবিনিময়ে সভাপতি / সাধারণ সম্পাদক কয়েকটি বিষয় নিয়ে কথা বললে সচিব খলিলুর রহমান জরুরী ভিত্তিতে বিষয়গুলো সমাধানের আশ্বাস দেন।
মামলা মোকদ্দমা অনেক সময় ভূমি সেবা প্রদানে ব্যাঘাত সৃষ্টি করছে জানিয়ে ভূমি সচিব বলেন, ‘ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন ও ডিজিটালাইজেশন পুরোপুরি বাস্তবায়ন করা গেলে ভূমি সেবার মান ও নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আধুনিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে সরকার প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জাতি গঠনে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।
এর আগে ময়মনসিংহের জেলা প্রশাসক থেকে পদন্নোতি পেয়ে ঢাকা বিভাগীয় কমিশনার হিসাবে নিযুক্ত ছিলেন খলিলুর রহমান। গত ২৯ মার্চ মো. খলিলুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি মন্ত্রণালয়ে পদায়ন করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

ভূমি সচিবের সাথে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ময়মনসিংহের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৮:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার:

ভূমি সেবার মান বাড়াতে ভূমি অফিস সংশ্লিষ্টদের আন্তরিক থাকার আহবান জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান।
সেবা প্রদান ও সেবা গ্রহণে অস্বস্তিকর বিষয় হচ্ছে দুর্নীতি উল্লেখ করে তিনি বলেন, “ভূমি সেবা প্রদানকারী ও সেবা গ্রহীতার মধ্যে সেতু বন্ধন তৈরিতে সংশ্লিষ্টদের আন্তরিক থাকতে হবে।
রবিবার (৯মার্চ) দুপুরে ভূমি সচিব মোঃ খলিলুর রহমান স্যারের সাথে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলার সভাপতি ইকতিয়ার উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলার যুগ্ম সাধারন সম্পাদক মাজহারুল হক ভূঁইয়া,সাবেক সাধারণ সম্পাদক এ এস এম সারওয়ার- ই- কামাল এবং সকলের অতি ঘনিষ্ঠ আব্দুল করিম। মতবিনিময়ে সভাপতি / সাধারণ সম্পাদক কয়েকটি বিষয় নিয়ে কথা বললে সচিব খলিলুর রহমান জরুরী ভিত্তিতে বিষয়গুলো সমাধানের আশ্বাস দেন।
মামলা মোকদ্দমা অনেক সময় ভূমি সেবা প্রদানে ব্যাঘাত সৃষ্টি করছে জানিয়ে ভূমি সচিব বলেন, ‘ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন ও ডিজিটালাইজেশন পুরোপুরি বাস্তবায়ন করা গেলে ভূমি সেবার মান ও নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আধুনিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে সরকার প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জাতি গঠনে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।
এর আগে ময়মনসিংহের জেলা প্রশাসক থেকে পদন্নোতি পেয়ে ঢাকা বিভাগীয় কমিশনার হিসাবে নিযুক্ত ছিলেন খলিলুর রহমান। গত ২৯ মার্চ মো. খলিলুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি মন্ত্রণালয়ে পদায়ন করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন