দৌলতপুর প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১নং প্রাগপুর ইউনিয়নের মাদাপুর গ্রামবাসীর প্রাণের দাবি নদীর পাড় সংরক্ষন কৃষি জমি ও কৃষক বাঁচাতে হিসনা নদীর পাড়ের মাটি বিক্রির দরপত্র বাতিল করতে কুষ্টিয়া জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকল মহলের প্রতি অনুরোধ করেন মাদাপুর গ্রামবাসী।
মাদাপুর গ্রামের ইয়াদ আলী জানান, আমাদের গ্রামের বুক চিরে বয়ে চলা মৃত প্রায় হিসনা নদী গত ১ বছর আগে সরকারি উদ্যোগে খনন করে নদীটির প্রাণ সঞ্চার করা হয়েছে। দীর্ঘ হিসনা পাড়ের হাজারো বসতির মতো আমরা ও এলাকার কৃষকসহ সর্বোস্তরের মানুষ সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্মৃতিময় ঐতিহ্যের হিসনা নদী প্রান ফিরে পাওয়াই এলাকার কৃষকসহ সর্বস্তরের মানুষেন মুখে হাসি ফুটে ওঠেছে। কিন্তু হঠাৎ দেখা যায় একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান সরকারি ভাবে কাজ করছে জানিয়ে নদী খনন করে পাড় বেঁধে রাখা মাটি ও নদীর পাড়ের পুরোনো মূল স্তরসহ কেটে ইট ভাটাসহ বিভিন্ন বানিজ্যিক স্থানে বিক্রি করছে। এর আগে স্থানীয় জনগন ও কৃষক তাদের ফসলি জমি সুরক্ষায় তারা মাটি কাটায় বাঁধা প্রদান করে। পরে নানা ভাবে কৃষক কে ভয়ভীতি দেখিয়ে পূনঃ মাটি কাটার পায়তারা চালাচ্ছে ছোট্ট হিসনা নদীর পাড়ের মানুষ চায় নদীর মাটি নদীর পাড়েই থাক এটাই নদীর পাড় হিসেবে কাজ করবে। পাশাপাশি এই স্থানান্তর প্রক্রিয়া বন্ধ হলে এলাকাবাসীর যে ক্ষতি ও ভোগান্তি থেকে বাঁচবে। যদি মাটি কাটা বন্ধ হয় তাহলে আইনশৃঙ্খলার অবনতি ও বিশৃঙ্খলার আশংকা হতে পারে।
জনগনের প্রানের দাবী মাটি কাটা বন্ধ করে, ফসলি জমি রক্ষা করে হিসনা নদীর পাড় রক্ষা ও ফসলি জমির ক্ষতিরোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আমরা গ্রামবাসী সাংবাদ পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট সকল মহলের প্রতি অনুরোধ করছি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না