মাহফূজুল করিম,লামা:
সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন'অন্বেষণ সোস্যাল এন্ড ব্লাড ডোনার'স সোসাইটি'র উদ্যোগে চকরিয়া-লামায় হতদরিদ্র ৫০টি পরিবারে প্রায় ৩০০কেজি চাল বিতরণ সম্পন্ন করে।
গতকাল শুক্রবার দিনব্যাপী চকরিয়া পৌরসভা,বড় ভেওলা,কৈয়ারবিল থেকে ছিকলঘাট, এবং লামা উপজেলার ফাইতং ইউনিয়নের অসচ্ছল পরিবারের মাঝে এসব চাল বিতরণ করা হয়।
সংগঠনের এডমিন মাহফূজুল করিম বলেন, আমরা সমাজের অবহেলিত বঞ্চিত মানুষের জন্যই করছি,তারই অংশ হিসেবে 'ফুড প্যাক'বিতরণ করে অসচ্ছল মানুষের মুখে হাঁসি ফুটানোর চেষ্টা করছি।আমরা সেচ্ছাসেবক নিয়ে চালগুলো একেবারে প্রান্তিক পরিবারগুলোকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছি।
প্রতিষ্ঠাতা এডমিন রবিউল হাসান বলেন, আমরা রক্তদানের পাশাপাশি হতদরিদ্রের জন্য ফুড প্রজেক্ট বাস্তবায়ন চলমান প্রক্রিয়ায় আজ আমরা প্রায় ৩শ কেজি চাল বিতরন সম্পন্ন করি।ইতোপূর্বে ও আমরা অসচ্ছল পরিবারের মাঝে ৬শ কেজি চাল বিতরণ করেছি।
তিনি আর ও বলেন,আমাদের এই চলমান প্রজেক্ট বাস্তবায়নে সার্বিক সহযোগীতা করেন,অত্র সংগঠনের উপদেষ্ঠা বিশিষ্ট সমাজসেবক এম আলী হোসেন এনাম ।
জানা যায়, মাহে রমজানে রোজা রেখে সারাদিন ঘুরে ঘুরে অক্লান্ত পরিশ্রম করে ফুড বিতরণে অংশ নেন,অন্বেষণের এডমিন রবিউল হাসান,এডমিন মঈন,এডমিন মাহফূজুল করিম,কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম,আবু সৌরভ ও অন্বেষণ চট্টগ্রাম ইউনিটের সাবেক নির্বাহী সমন্বয়ক আনিসুল ইসলাম।এছাড়া আর ও সহযোগীতায় ছিলেন,অন্বেষণের অন্যতম সদস্য ও সাংবাদিক ইসমাইলুল করিম নিরব,ইমরান ও শুভাকাঙ্ক্ষী মুক্তার আহমেদ প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না