ময়মনসিংহ সংবাদদাতাঃ
উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ সদরে ডিজিটাল উদ্ভাবনী মেলার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১০ নভেম্বর ) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়। পুরষ্কার বিতরণী ও সমাপনী উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইঁয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) এইচ এ ইবনে মিজান, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহীন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, সমাজসেবা অফিসার মাকসুদা খাতুন,উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা ইয়াসমিন, সিরতা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ সহ মেলায় অংশগ্রহণকারী সদর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মেলায় অংশগ্রহণকারী ১৬টি স্টলের ২৬টি প্রতিষ্ঠানের মধ্েয ৩টি প্রতিষ্ঠানকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করায় পুরষ্কৃত করা হয়। এছাড়াও অনলাইনে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণী বিভিন্ন শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ী ৫জনকে শুভেচ্ছা পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। পুরষ্কার বিতরন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলে অনুষ্ঠানে ময়মনসিংহের বিভিন্ন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গান পরিবেশন করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না