তারাকান্দায় বিএনপির দুই ঘণ্টা ব্যাপি অবস্থান কর্মসূচি পালিত
- আপডেট সময় : ১০:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ৬৫
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিদ্যুৎ, গ্যাসসহ, দ্রব্যমূল্যেরে ঊর্ধ্বগতি, সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপির দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি আজ শনিবার বিকেলে তারাকান্দা উত্তর বাজারস্থ ঐশী রাইস মেইল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। ময়মনসিংহ উত্তর জেলা আহবাযক কমিটির সদস্য আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ওয়াহিদুজ্জামান ওয়াহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফেজ আজিজুল হক, আব্দুল হেকিম মন্ডল, মাসুদ রানা খান,তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক,ময়মনসিংহ উত্তর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল, উত্তর যুবদলের সহ সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি প্রমূখ।