সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অবস্থান কর্মসূচীতে ছাত্রদল নেতা রনির যোগদান
- আপডেট সময় : ১০:১৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ৫৯
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
কেন্দ্র ঘোষিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অবস্থান কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদৎ হোসেন রনির নেতৃত্বে মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগদান করেছে। শনিবার, ৮ এপ্রিল দুপুর ৩ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই ঘণ্টা সিদ্ধিরগঞ্জের মৌচাক বাস স্ট্যান্ডের সামনে বিএনপি’র যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্র ঘোষিত বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ।
এসময় আরো উপস্থিত ছিলেন, সরকারী তুলারাম কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ফেরদাউস, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আরিফ, সহ সভাপতি তানজিল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম-সম্পাদক আহসান হাবিব, যুগ্ম-সম্পাদক মুনতাসির রহমান, সহ-সাধারণ সম্পাদক হৃদয়, সাংগঠনিক সম্পাদক কালিমুল্লা হাবিব, দপ্তর সম্পাদক হৃদয়, সদস্য নাইম, রাফি, সুজন, বাবু, হাসিব, আতিক, রনি, ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হৃদয়, সদস্য ইমরান ও রাব্বি প্রমূখ।