আশরাফুল হক, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বড় ভাইয়ের লাঠির আঘাতে জাকিরুল ইসলাম মিস্টার (৩০) নামে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত জাকিরুল ইসলাম মিষ্টার উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রাণনাথ পাটিকাপাড়া গ্রামের কেরামত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাত্র দুই শতক জমি নিয়ে কেরামত আলীর বড় ছেলে জহুরুল ইসলাম ও ছোট ছেলে জাকিরুল ইসলাম মিস্টারের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার (৭ এপ্রিল) সকালে সেই বিরোধপূর্ণ জমির পাশে থাকা একটা ছোট আম গাছ উঠানোর কারণে ছোট ভাই জাকিরুলের উপর ক্ষেপে যান বড় ভাই জহুরুল ইসলাম। এক পর্যায়ে বড় ভাই জহুরুল ও তার ছেলে মুকুল মিয়া লাঠি দিয়ে জাকিরুলের উপর হামলা চালায়। জাকিরুলের আত্মচিৎকারে তার বাবা বৃদ্ধ কেরামত আলী ছোট ছেলেকে বাঁচাতে গিয়ে বড় ছেলে ও নাতির লাঠির আঘাতে তিনিও আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত জাকিরুল ইসলাম মিস্টারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শনিবার সকালে জাকিরুল ইসলামের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত জাকিরুল ইসলামের শ্বাশুরি জরিনা বেগম বাদি হয়ে নিহতের ভাই ভাতিজা ভাবিসহ কয়েকজনের বিরুদ্ধে শুক্রবার রাতে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, জমি নিয়ে তাদের মধ্যে মারামারির ঘটনায় রাতেই মামলা দায়ের করা হয়েছে। সেই মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না