মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
ভিক্ষুকের জন্য ২ টাকায় ২০ কেজি চাউল প্রদান করা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মেরিট ফাউন্ডেশন। শুক্রবার (৭ এপ্রিল) বেলা ১২টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সামনে মেরিট ফাউন্ডেশনের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকার ২০জন ভিক্ষুককে ২ টাকার বিনিময়ে ২০ কেজি করে চাউল প্রদান করেন।
বিভিন্ন সময় নানা ধরনের স্বেচ্ছাসেবী কাজ করে আলোচনায় আসা সংগঠন মেরিট ফাউন্ডেশন রমজান মাস উপলক্ষে এই উদ্যোগ নিয়েছে।
উদ্যোগটির বর্ণনা দিয়ে মেরিট ফাউন্ডেশনের প্রকৌশলী রুহুল আমিন বলেন, রমজান উপলক্ষে ভিক্ষুকদের জন্য এ কার্যক্রম চালু করেছি। ভিক্ষুকদের স্বাবলম্বী করার জন্য এ ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে।
রমজানে যেহেতু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেশি, সে হিসেবে ভিক্ষুকদের সহায়তা করার জন্য এই উদ্যোগ নেয়া বলে জানান রুহুল আমিন।
এসময় মো. শাহ আলম বেপারী, মাহাদাত হোসেন, বারোআনি উত্তরপাড়া জামে মসজিদের ইমাম এমএম ইসমাঈল হোসেন, মানিক, জাহাঙ্গীর ও মেরিট ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না