মোজাম্মেল হক লিটন:
নোয়াখালীর চাটখিল পৌর শহরের পশ্চিম পাশে থানার সামনের প্রধান সড়ক থেকে ১১ নম্বর পর্যন্ত, রাস্তার দুই পাশ দখল করে রেখেছে এক শ্রেণীর প্রভাবশালী মহল। রাস্তা দখল করে রাস্তার দুই পাশে যত্রতত্রে রাখা হয়েছে, স'মিলের কাঠ, বড় বড় গাছের টুকরা, বালু, ইটা, সিফটিন সহ আরো অনেক কিছু। যার পরিপ্রেক্ষিতে এই সড়ক দিয়ে যান চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। এসব কারণে প্রতিনিয়ত করছে দুর্ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তার দুই পাশে যত্রতত্রে গাড়ি রেখে অলিখিতভাবে রাস্তা দখল করা হয়েছে। গত কয়েক মাসে ১১ নং পুল এলাকায় কয়েকটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সড়ক দুর্ঘটনায় দুটি মৃত্যুর ঘটনা এখানে ঘটেছে। এরপরেও স্থানীয় প্রশাসনের টনক নড়েনি। সন্ধ্যার পর পুরো রাস্তা দখল করে যেখানে সেখানে গাড়ি রাখা হয়। প্রধান সড়ক সরু রাস্তায় পরিনত হয়। ১১ নাম্বারের পশ্চিম পাশে একটি ভাংগারী দোকান রয়েছে। সব সময় দোকানের সামনে একটি ট্রাক পেলে রাখা হয়। রাস্তার অর্ধেক অংশ এ ট্রাকের দখলে থাকে। জানাগেছে, তকদির হোসেন নামে এক ইটা বালুর ব্যবসায়ী রাস্তার ২ পাশে ইটা বালু রেখে রাস্তাটির অনেকাংশ দখলে রেখেছে। সে এতই প্রভাবশালী যে, তার প্রভাব থেকে মুক্তিযোদ্ধারা ও রেহাই পাচ্ছে না। স্থানীয় এক মুক্তিযোদ্ধার নিম প্লেট বালু দিয়ে আড়াল করে রাখার অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি অবিলম্বে চাটখিল বাজারের পশ্চিম পাশ থেকে ১১ নম্বর পুল পর্যন্ত মহাসড়কটি দখলমুক্ত করার জন্য। এই রাস্তাটি অবৈধ দখলমুক্ত করা হলে দুর্ঘটনা কমবে। জনগণ ও যানবাহন নির্ভিগ্নে চলাচল করতে পারবে বলে অনেকে জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজ নিজ দায়িত্ব থেকে প্রত্যেকেই রাস্তাটির ২ পাশ দখলমুক্ত করবেন। সংশ্লিষ্টরা এ কাজটি করতে ব্যর্থ হলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না