বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মতলব উত্তর উপজেলা শাখার কমিটি গঠন
- আপডেট সময় : ১১:৪১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ৬২
মতলব উত্তর প্রতিনিধি:
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মতলব উত্তর উপজেলা শাখার কমিটি গঠন হয়েছে। কমিটিতে মো. জিয়া হোসেন জিসানকে সভাপতি, হেলাল উদ্দিন প্রধানকে সাধারণ সম্পাদক এবং মো. রাজিব প্রধানকে সাংগঠনিক সম্পাদক করে করে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার (৩ এপ্রিল) এই কমিটি ৩ বছর মেয়াদে অনুমোদন দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর চাঁদপুর জেলা শাখার আহ্বায় মো. ইদ্রিস আলী দেওয়ান ও সদস্য সচিব মো. আবুল বাশার ।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সিনিয়র সহ-সভাপতি মো. আশিকুজ্জামান, সহ-সভাপতি মো. ইকরামুল হাসান (বিলাস), মোশাররফ হোসেন, আ.ছা.মু. ফেরদৌস মনোয়ার ভূঁইয়া (শাহীন), শ্যামল মিয়াজী, মো. মোবারক, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল সরকার (রিয়াদ), মো. ইমন, ফাহিমা আক্তার, মো. নাজিমুর রহমান (সাদ্দাম), মো. সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিয়াদ হোসেন, জুনায়েদ জিসান, মো. আশরাফুল ইসলাম, মো. মানসুর আলম (বাবু), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শাহিন মিয়া, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আহসান খাঁন, মোহাম্মদ আলী, আশরাফুল, এনামুল অপু, প্রচার সম্পাদক মো. সামিউল ইসলাম প্লাবন, উপ-প্রচার সম্পাদক মো. আরিফুল ইসলাম, জাহিদ ইসলাম, মাহবুব ঢালী, দপ্তর সম্পাদক আবু নাসের, সহ দপ্তর সম্পাদক নাসির প্রধান, মো. জাহিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অঞ্জরা রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক রুমানা ফেরদৌসী, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক সুকুমার মন্ডল, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক রাসেল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস প্রধান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. মনির, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শিমুল, সম্মানিত সদস্য মাসুম তালুকদার, মো. আরিফ, মো. রিয়াদ, মো. আবুল খাঁন, মো. জিয়া উদ্দিন, মো. মাঈনুল ইসলাম, মো. হাবিব, আকিব,মীম, মিরাজ, শাকিব, শরীফ।
এ বিষয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা জানান, নবগঠিত এই কমিটি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে বঙ্গবন্ধুকন্যার এগিয়ে যাবার পথকে নিরবচ্ছিন্ন করতে ভূমিকা রাখবে।
উল্লেখ্য বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার, জনগণের ভোট ও ভাতের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ১৯৭৬ সালের ২৬ সেপ্টেম্বর চলচ্চিত্রকার আলমগীর কুমকুম, চিত্রনায়িকা কবরী, চিত্রনায়ক আলমগীরের নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠিত হয়। ১৯৭৮ সালে সাংস্কৃতিক জোট সংগঠনের কর্মীরা প্রথম রাজপথে আন্দোলন-সংগ্রাম শুরু করেন। সারাহ বেগম কবরী সে সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।