লালমনিরহাটে গাঁজাসহ দুইজন আটক
- আপডেট সময় : ০৯:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ৬১
আশরাফুল হক, লালমনিরহাট:
লালমনিরহাট সদর থানার বিশেষ অভিযানে ০২ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ব্যাটারী চালিত অটো বাইকসহ ২ জনকে আটক করেছেন সদর থানা পুলিশ। বুধবার ( ৫ এপ্রিল ) মধ্যে রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এরশাদুল আলম এর নেতৃত্বে চলমান অভিযানের অংশ হিসাবে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ভাটিবাড়ি এলাকার আঃ হামিদ মিলেটারীর বাড়ির উত্তরপাশে লালমনিরহাট-ভাটিবাড়ি গামি পাকা রাস্তার উপর হতে একটি ব্যাটারী চালিত অটো বাইকে ০২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ দুইজনকে আটক করেছেন পুলিশ।
আটককৃত আসামি মনির হক (২২) কুলাঘাট ইউনিয়নের বনগ্রাম এলাকার আলী হোসেন এর ছেলে এবং আব্দুল মতিন (৩৫) মহেন্দ্রনগর ইউনিয়নের তেলিয়াপাড়া এলাকার আবুল হোসেন এর ছেলে। আটককৃত আসামিদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ -১৯ (ক) মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।