সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৯৬০ ক্যান বিয়ারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি সন্ধ্যায় সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম।
গ্রেফতাররা হলেন সিদ্ধিরগঞ্জের শিমরাইল মধ্যপাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে মো. রবিন হোসাইন (২৮) এবং একই এলাকার মো. নুরুন্নবীর ছেলে মো. আরমান খান (২৫)।
এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাপস ক্রান্তি রায় বাদী হয়ে ৪ আসামির নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।
মামলাসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মধ্যপাড়া এলাকার রবিন হোসেনের বাড়ীতে মাদকদ্রব্য বিয়ার ক্রয়-বিক্রয়সহ স্থানান্তর করার জন্য অবস্থান করছিল। ওই সংবাদের ভিত্তিতে আজ ভোরে শিমরাইল মধ্যপাড়া এলাকায় রবিনের বাড়ীতে পৌঁছামাত্র দুইজনকে গ্রেফতার করা হয় এবং অপর দুজন আসামি রাসেল ও মিজান পালিয়ে যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ-জোন) নজরুল ইসলাম জানান, গ্রেফতাররা সিদ্ধিরগঞ্জ থানাসহ আশপাশের থানা এলাকায় এইসব দ্রব্য বিক্রয় করে আসছিল। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না